Skip to content

দুর্নীতির কারফিউ -(মাহ্ফুজ নবীন)

প্রতিটা পাড়ায় আছে বড় ছোট চোর
ওদের ধ্বংস করে দাও ক্ষমতার জোর

ওরা তিলেতিলে চুষে নেয় রাষ্ট্রের সুখ
ফ‍্যালফ‍্যাল করে তাকানো জনতার মুখ

দেশে রোজ অবৈধ টাকার হয় লেনদেন
কে রাখে হিসেব তার, কোথায় চাইবেন?

টাকা ছাড়া কোন অফিসে হয় কারবার?
অফিস দুর্নীতি মুক্ত সাইনবোর্ডের বাহার

তথ‍্য প্রকাশে চায় জনতা ন‍্যায় অধিকার
অপরাধীর তথ‍্য দিলে দাও যোগ্য পুরষ্কার

ধরা পরে যাবে তখন দেশের শত্রুরা নিরব
থেমে যাবে নিমেষে আধারের সব উৎসব

বেছে বেছে বড় মাথার কাটো কতক গাছ
বন্ধ হয়ে মরে যাবে, সব জলে রাক্ষসি মাছ

ওরা আকাশ পাতালসহ খাবে ভিটা মাটি
আবার মুখোশই ফিটফাট, খুব পরিপাটি

ভেজাল, অসৎ কারবারির, মগজে বুলেট
নতুন আইনে ঝুলাও গলেতে, ফাঁসির লকেট

অপরাধীর তালিকায় নাম করো নথিভুক্ত
যার যতো অপরাধ; কারা কারা অভিযুক্ত?

দেশে করো দুর্নীতি বন্ধের কারফিউ জারি
কাটগড়ায় দাড়বে সব অপরাধী পুরুষ- নারী

কারো ফাঁসি, কারো গুলি দাও রাষ্ট্রের উপহার
ভালো হলে বাঁচবে, নয়তো মৃত্যুতে ঐ পরপার।

মন্তব্য করুন