Skip to content

দুপুরের আকাশ – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

দুপুরে আকাশে কিছু মেঘ, একটু রোদ আঁকে,
গহিন অরণ্যে পাখিরা আসর জমায়;
হৃদয়ে বহু আশায় বেঁধেছে স্বপ্ন,
জীবনের তেতত্রিশ বসন্ত পার করে
চাওয়া পাওয়ার বেদোনায় আর কতকাল।
আপন হৃদয়ে স্বপ্ন চর্চায় নিত্যকর্মের চেতনা জাগায়,
বিধাতা তোমার সৃষ্টির রুপে
আমার আদিম সত্ত্বা জাগায়
সে পথে শুণ্য,আর কেউ নাই;
আঁধারে ঘিরে সূর্য আকাশ করে ভিন্ন
সবুজ অরণ্যেরের গহীন পথে চলেছি ছুটে,
সারাদিন আপন মনে ভাবনায় বেঁচে থাকি
লোকালয়ের মানব মানবীর প্রেমের গানের সুরে।

মন্তব্য করুন