Skip to content

দু’ঠোঁটের ফাঁক দিয়ে- মোঃ আমিনুল এহছান মোল্লা

নাই নাই নাইকো ফুল, নাইকো ফুলের সম্ভার,
তবু দেখি রূপ ধরিস রজনীগন্ধার,
তোর ঘরে আঁধার রাত্রি মুশতাকের ভর
গর্জে উঠিস নবীন প্রভাতে বজ্র স্বর

তুই থাকিস মীরজাফরের পাশে–বিদ্রোহী যার তরে
বলয় গড়িস বিনিদ্র রাত্রি সূর্যের অগোচরে।
দোসরের অগ্নি শিখা জ্বলে, লাল-সবুজের আঁখি
দু’ঠোঁটের ফাঁক দিয়ে রাজাকারের বাতাস চলে হাঁকি
তবু দেখি মঞ্চে মঞ্চে তারে আনিস ডাকি!

হে বাঙ্গালী জাগবে না কি বোধ তবে?
দেখিস যারে এতো নীতি কথা বলে- সে নাহি তোর হবে
সে কেবল সিধ কেটে ঢুকবে তোর গৃহ-
স্বার্থ্ যে তার পূর্ণ্ হবে জ্বলায়ে মাতৃদেহ।

দু’ঠোঁটের ফাঁক দিয়ে রাজাকারের বাতাস চলে হাঁকি
তবু দেখি মঞ্চে মঞ্চে তারে আনিস ডাকি!
নাই নাই নাইকো ফুল, নাইকো ফুলের সম্ভার,
তবু দেখি রূপ ধরিস রজনীগন্ধার।
——–২৭-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য করুন