Skip to content

দুখু মিয়া স্মরণে – বিকাশ চন্দ্র মণ্ডল

বর্ধমান জেলার চুরুলিয়ার একরত্তি ছেলে দুখু মিয়া
দুঃখ ভরা জীবন কাটালে সমস্ত জীবন ধরিয়া।
তুমিই তো প্রতিভা গুণে ভাস্বর বিদ্রোহী কবি হলে
২৪ শে মে ১৮৯৯ সালে আকাশের ধুমকেতু সম এসেছিলে
সাহিত্যের নানা শাখায় ভাস্কর হয়ে ভালোবেসে বিরাজিতে ।
তুমি মুয়াজ্জিন, শিক্ষক, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা – সৈনিক কবি
তোমার বাণী কেউ বলেছে কাফের কেউ বলেছিল যবন
তুমি চেয়েছিলে হিন্দু মুসলিম জাতির বন্ধুত্বের সুদৃঢ় বন্ধন।
১৯১৭ তে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে করে যোগদান
লোকশিল্পে লেটো দলের অভিনয় – সঙ্গীত প্রিয় তব প্রাণ।
লেখনীতে তব বিদ্রোহের স্ফুলিঙ্গ দিকে দিকে জ্বালিয়েছো
১৯২২ সালে নিষ্ঠুর ইংরেজ, রাজদ্রোহী বলে জেলে পুরেছে।
সহধর্মিণী প্রমীলা দেবীর সেবায় সাড়া না দিয়ে ১৯৪২ এ
মারাত্মক ভাবে স্নায়বিক অসুখে আক্রান্ত, পরে বাকরুদ্ধ হয়ে
১৯৭৬ সালের ২৯ শে আগষ্ট বিষাদের দিন ধরাধামে থেকে মহাকাশে প্রত্যাগমণ
বাংলা দেশের জাতীয় কবি সেথায় জাতীয়তা গ্রহণ ও মৃত্যু বরণ।
শেষ হয়ে গেল ” বাউন্ডুলের আত্ম কাহিনী ” প্রথম গদ্য সংকলন ”
তুমি বলেছিলে” মসজিদেরই পাশে, আমায় কবর দিয়ো ভাই
যেন গোরের থেকে মুয়াজ্জিনের আযান আমি শুনতে পাই। ”

মন্তব্য করুন