Skip to content

দুঃখ – উত্তম চক্রবর্তী

বড় স্যারের বকা খেয়ে
দুঃখ পেল অধস্তন,
গোমড়া মুখে বসে আছে
ডেস্কে গিয়ে অনেকক্ষণ।

অফিস কলিগ বলল তাকে
মন খারাপের কিছু নেই,
বড় স্যারের বকা তোমার
পূর্ণতা যে দিবে ভাই।

অধস্তন ও বুঝল মানে
শিরোধার্য বকা সেই,
উন্নতি তাই করতে হলে
মানতে হবে বড়কেই।

কর্মজীবন সুখী হবে
ধৈর্য্য ধরে থাকে যে,
সহ্যগুণে বড় তবে
স্থায়ীভাবে রবে সে।

তাং – ২৮/০৬/১৮

মন্তব্য করুন