Skip to content

দিধা দ্বন্দ্ব

বহু পথের প্রান্ত যেখানে এক হয়েছে
আমি ভেবে দেখেছি কতো বার,
শূন্য ঘরের মতই সেখানেও
শূন্যতার ভীষণ মহাসমাহার।

হয়তো ভালোবাসাই নিছক এক পাপ,
বিশ্বাসই পৃথিবীর একমাত্র ভুল,
বহু পথের প্রান্ত তবু মিশে এক হয়
প্রার্থনার সকল আকুতি
অহেতুক বেদনা বাড়ায়।

চাতক আমি দেখিনি কখনো
মেঘের জলের আশায়
তবু সে থাকে চেয়ে।
অথচ এই আমি!
জীবনের প্রতি পদে আসে বাঁধা
আঁধার হয়ে আসে সুমুখের চলা পথ
অন্ধকার হাতড়ে তবুও যুদ্ধ –
“ঠিকানা পাওয়ার”!
হয়তো ঠিকানা যাবে পাওয়া,
আর?
কিন্তু চেনা মনে হবে না যেন কিছু।
পিচ্ছিল রাস্তার মাঝে আবার সেই শূন্যতা!
কতক যেন মনে হয় স্বপ্ন শুধু
আর কিছু যেন মনে হয় এ কেবলই ভুল।

মন্তব্য করুন