Skip to content

দহন – তূর্য অমিত

তোমারি বিরহে দহনে, পুড়িলো হিয়া, বৈশাখের ক্ষরতাপে ৷
অমৃত বারির লাগি ক্ষনিকে, চাতকের মতো চাহিয়া থাকে ৷
দক্ষিনা সমীরনে তপ্ত মরূ কাননে, নামিলো শীতল ধারা ৷
হেরিয়া তোমারে, তবু দূরে থাকি প্রিয়তম, মন যে তোমাতে হারা ৷৷
যে ফুলে গাথিনু মালা ৷
সে ফুল শুকিলো, সে ক্ষন থামিলো, তোমাতে হইলো সারা ৷
যে কাজলে ভরিনু আখি ৷
নয়নের জলে বাধিয়া প্লাবন, বরষা শ্রাবন ধারা ৷৷
যে নুপুর পরিনু পায়ে ৷
আজি তা শিকল হয়ে মোরে, বাধিনু এ কোন ডোরে ৷
কানের দুলে ঝরিয়া মরিয়া তোমারি সুর যে বাজে ৷৷
যে রাগীনি তুমি দিয়েছো ভরি মম বিনার তারেতে,
আজি তা সুর হয়ে বাজিছে, কাদিছে, ভিখারী করেছে মোরে ৷

—–২৭ বৈশাখ ১৪২৪
——বাগেরহাট

মন্তব্য করুন