Skip to content

দলিত – সুপ্রতীম সিংহ রায়

বাতাসে ভাসে উচ্চবর্ণ হাওয়া
উঠোন জুড়ে সংখ্যালঘু ফুল,
এক দেশে,এক সুরে গান গাওয়া
“নীচ তুমি”-এটাই তোমার ভুল।

ছড়িয়ে পড়ছে ধর্ম ধর্ম গন্ধ
বর্ণভেদে ভাঙছে একটা সমাজ,
কোরান-পুরাণ, রাষ্ট্রযন্ত্র অন্ধ
এসো,রক্তদাগে নামতা পড়ব আজ।

হতেই পারো নতুন আলো তুমি
স্বপ্ন চোখে, আর মনন শিক্ষিত
ভুল করেছ! এটা তো ভারতভূমি
জন্মপরিচয়, তুমি শুধুই দলিত।

মন্তব্য করুন