Skip to content

“থাকনা তোলা” – কাওসার আহমেদ

তোমার ছিল ঘুমের বড্ড তাড়া
বর্গী চাইলে এনে দিলাম ঘুরে সারা পাড়া ।
তোমায় দিলাম ঘুম পাড়ানির গান
শিকেয় করে তুলে রাখলাম আমার অভিমান ।
তোমায় দিলাম জোনাক পোকার আলো
তোমার চোখে তারা জ্বলে, আমি আধারঁ কালো ।
তোমায় দিলাম শেষ রাতের আকাশ
ভোরের আলোয় দেখবো তোমায়, আমার দ্বীর্ঘশ্বাস ।
তোমার ঘুম ভাঙ্গাবো ভোরের শিশির মেখে
শিশির কুড়াঁতে হারাই,নিয়ে রাজ্যের ঘুম চোখে ।
ঘুম ভেঙ্গে দেখি তুমি পাশে নাই,
একা একাই গাইলাম তাই ঘুম পাড়ানির গান
শিকেয় করে তোলা রইলো আমার অভিমান ।।

মন্তব্য করুন