Skip to content

ত্রান চুরি

জনপ্রিয় নেতা আমি,
ক্ষমতা ছিলো খুব।
মশা মারিতে গিয়ে এবার,
বেরিয়ে গেলো রূপ।

ছেঁড়া কাথাঁয় শুতাম আমি,
নেতা হবার আগে।
হয়ে নেতা দেখিরে ভাই,
কোটি কোটি টাকা আসে ভাগে।

হাজার কোটি টাকা আসতরে ভাই,
বিভিন্ন কাজের জন্য।
লাখ দশেক টাকার করিলে কাজ,
বোকা জনগণ এতেই ধন্য।

উপর পদের অফিসার এসে,
দেখলে গুজার মিল।
কিছু বান্ড গুজে দিতাম হাতে,
তাতেই হাসি খিল খিল।

এখানে ওখানে টাকা,
কিযে বলবো আর।
লোক ঠকিয়ে বানিয়েছি আমি,
সম্পদের পাহাড়।

ভাবতে পারবে না তুমি,
ক্ষমতা ছিলো আমার কতখানি।
থরথরিয়ে কাপতো সবে,
যদি দিতাম চোখ রাঙানি।

কেউ পেতো না খুজ,কোটি কোটি টাকা
হাতিয়ে যে নিতাম।
অবশেষে ত্রান চুরির দায়ে হায়,
ধরা পড়ে গেলাম।

_সমাপ্ত_

মন্তব্য করুন