Skip to content

তোমায়। – দেবজিৎ সেন

অনেকবার ভেঙেছ
কিছুবার গড়েছ
অনেক যমুনা মিশেছে কাবেরী হয়ে
অনেক স্তূপীকৃত ধ্বংসের ধুলোয় আজ ও..
হাতড়ে বেড়াই পুরানো রোদ্দুর
কিছু কথা ছিলো যা বলা বারণ
কিছু রঙ ছিল যা চেনা বারণ
আর কিছু স্বপ্ন যা ছোঁয়া বারণ

কিছু কাব্য হারিয়ে যায় এভাবেই খোলা পাতায়..

রক্ত তবু দিন গুনছে
বিষের প্রতীক্ষা এ

খোলা পাতা খোলা ই রবে
বন্ধ ভাবনার আঁতুড়ঘর
গরল পানের আজব নেশায়
নীলকণ্ঠ ভয়ংকর।।

মন্তব্য করুন