Skip to content

তোমার কারসাজি

বিশ্বাস করি তুমি কারিগরেরও কারিগর-
তুমি সু-কৌশল কুট-কৌশল সব চরিত্রের অধিকারী,
তুমি সূত্র স্রষ্টা, তবে আমি কিন্তু ঐ সূত্রের উপাদান
সমাধানের দিন দেখা হবে তোমার আমার, চিরসত্য-চিরসত্য।

ইয়া নফসী না বলে নচবো আমিও,ওই দিন তো সুদিন,
তুমি তা ফুটিয়েছো নজরুলের মুখে।
আমি পাপী ও বে-নামাজী, কিন্তু তুমি তো কাজী, তাই-
আমি ভয় পাই না, বরং ক্ষনে ক্ষনেই আনন্দ পাই।

প্রকাশ্যে তোমায় আসতেই হবে মায়ার শৈলী নিয়ে
এ উচ্চারন আমার না, তোমার।
তোমায় আর তোমার কথা ভেবেই বলছি-
প্রেমময় তুমি আর তোমার কারসাজি।

(উৎসর্গ : কাজী নজরুল ইসলাম)

মন্তব্য করুন