Skip to content

তোমায় – ফায়জুল্লা

  • by

আমি হাজারও ভীড়ে তোমার হাতের ছোঁয়া পেয়েছি
তোমায় দেখেছি চলন্ত পথে, দেয়ালের আড়ালে-
চাঁদের সাথে লুকোচুরি খেলার ফাকে।
আমি তোমায় খুঁজেছি হাজারও রমণীর মাঝে,
মাতালের মত খুঁজেছি তোমার কাজল মাখা চোখ;
রহস্যময় সন্ধ্যার স্তব্ধতায় তোমার দুঃখ খুঁজেছি
তোমার হাসি খুঁজেছি-
চোখের জলে প্রতিফলিত সূর্যালোকের চাকচিক্কে।
নদীর জলে ভেসে আসা মৃদু বাতাসে
তোমার মমতা খুঁজেছি।
তোমার চলার ছন্দ খুঁজেছি
আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে,
মেঘের আড়ালে লুকানো সূর্যে তোমার লজ্জা খুঁজেছি
তোমার চোখের জল খুঁজেছি
সাগরের নোনা জলে,
আমার শরীরের পঞ্চ ইন্দ্রিয়
তাদের প্রতিকণা আনুভুতি দিয়ে তোমায় খুঁজেছে-
সারা দিন, সারা বেলা;
অবশেষে তোমায় পেয়েছি
রাত্রি শেষে ক্লান্ত চোখের পাতা জড়ানো অন্ধকারে।

মন্তব্য করুন