Skip to content

তোমায় ছাড়া – মিঠু ব্যানার্জি

তোমায় ছাড়া লিখবোনা আর অচল কবিতা
এখন থেকে লেখা যত তোমায় ঘিরে সবি তা
অলস মনে লেখা ছাড়া বুঝিনি তখনো
ছন্দ ছড়া লিমেরিক খুঁজিনি কখনো
তোমার মাঝে পেয়ে শুধা হলাম তোমার আশ্রিতা।

তোমার স্নেহে মুছিয়ে দিলে আমার মনের ক্ষত। হাতে ধরে শিখিয়ে দিলে অজানা ছিল যত
কোন কিছুর প্রতিদানে নাওনি তুমি কিছু
শূন্য হাতে ফিরে ই গেছো চাওনি তবু পিছু
তোমায় পেয়ে আমার
হৃদয় হাজার সূর্যে আলোকিত।

অনেক দিলে আমায় তুমি তোমার ছিল যত
গড়বে বলে ভাঙলে আমায় নিজের মনের মতো
দিয়েছিলে যা কিছু নিয়ে নিতে পারো
ভরে দিও শূণ্য হাতে দোষ গুন হাজারো
পারবে কি কেড়ে নিতে অতি বড়ো চেষ্টা তে দহনের ক্ষত ।

মন্তব্য করুন