Skip to content

তোমাদের অপেক্ষায় রইলাম

তোমাদের অপেক্ষায় রইলাম
————————— এস.আই.তানভী

যদি জান্নাতেরও ফয়সালা হয়ে যায়
তবুও তোমাদের অপেক্ষায় থাকবো; তোমাদের
মুখোমুখি না হয়ে এক কদমও নড়বো না।

মৃত্যু তোমাদেরকেও ছাড়বে না, আমাকেও ছাড়ে নাই
তবে, আমি হয়তো আরো কিছুদিন
পৃথিবীর আলো বাতাসে বিচরণ করতে পারতাম।

বাস থেকে পড়ে যাবার পরেও তো বেঁচে ছিলাম
বন্ধুরা ঘুমিয়েই ছিলো বাসটার ভেতরে
তোমরা তিন জনেই আমার স্বপ্ন, না বলা সব গল্প
বাবা-মায়ের স্বপ্ন, আমাকে নিয়ে তাদের
সব লুকানো পরিকল্পনা শেষ করে দিলে!

সেদিন আমাকে দেখে চমকে যাবে, চিৎকার করবে
‘পায়েল! তুমি? তোমাকে তো ব্রীজের উপর থেকে
ফেলে দিয়েছিলাম নদীতে! জ্ঞানও ছিলো না তোমার।

-হ্যা, আমি পায়েল। লোকে যাতে চিনতে না পারে
থেতলে দিয়েছো মুখখানি নদীতে ফেলে দেওয়ার আগে,
আমি থেতলে যাওয়া মুখটা নিয়েই অপেক্ষায় আছি।
আর কেউ চিনতে না পারলেও তোমরা ঠিকই চিনবে
বলো, সেদিনের আহত পায়েল কে আরো আঘাত করে
হাসপাতালে না নিয়ে নদীতে ফেলে দেওয়ার মতো বিবেক
তোমাদের দিয়েছিলো কোন বিধাতা? এতটা নির্দয় হতে
তোমাদের কে দিয়েছিলো শিক্ষা?

-তোমরা ড্রাইভার-হেল্পার, সুপারভাইজার মিলে
এভাবে কত জন আহত যাত্রীকে হত্যা করেছো?

জান্নাত জাহান্নাম যেখানেই যাও
ঐ দু’টো প্রশ্নের উত্তর নিয়েই তবে ছাড়বো।
——————
০১/০৮/১৮ইং
(গত ২১শে জুলাই, ২০১৮ইং- হানিফ গাড়ির যাত্রী পায়েলের হয়ে —-)

মন্তব্য করুন