Skip to content

তোমাকে ভুলে যাওয়া……

তোমাকে ভুলে গেছি সময়ের সাথে,
ভুলে গেছি, কখনো জানা ছিল তুমি বলে কেউ!
স্মৃতিগুলি ঝাপসা আর আমার পৃথিবী বদলে গেছে,
একটা সময় তোমাকে খুব বেশি করে চাইতাম,
চাইতাম, সব ঠিক হয়ে যাক-
অথবা আমি মরে যাই,
অথবা তোমাকে ভুলে যাই,
কিভাবে এমন হলো? কেন হলো?
এসব প্রশ্নের উত্তর নেই, পাইনি, কখনো পাবওনা,
কিন্তু তোমাকে আমি ভুলে গেছি!
এখন আর তোমাকে স্বপ্ন দেখি না,
ঘুমের ঘোরে তোমাকে ডাকি না,
দীর্ঘশ্বাসেতোমাকে অনুভব করিনা,
জায়নামাজে বসে তোমাকে ফেরত চাইনা,
তারিখ, বার, সময় দেখে তোমাকে ভাবিনা,
আমার কোনো মনের স্মৃতি মনে আছে কিনা,
তা আর জানতে ইচ্ছা করে না,
তুমি এখন বিস্মৃত অতীত ছাড়া কিছুই যে নও!
আমার আত্মা এখন আমার কাছে ফিরে এসেছে,
মাঝখানের তোমাকে ভুলে গেছি!
তবে, একটা প্রশ্ন আছে-
সকালে ভোরের আলোর ছটায়,
অথবা মন জুড়ানো বাতাসে,
অথবা কখনো মন খারাপ করা বৃষ্টির ফোটায়,
অথবা ভীষণ একা একা বেলায়,
তোমাকে অনুভব করি কেন?

মন্তব্য করুন