Skip to content

তেইশ কিংবা চব্বিশ বছর

বাংলায় যদি জন্ম না হতো মুজিবের,
সব আশা ভরসা ভেঙে যেত বাঙালি নামক জীবের।

পেত না বাংলার মানুষ মায়ের মুখের ভাষা,
আজীবন বাঙালিকে থাকতো হতো ব্যর্থ নিরাশা।

মুজিবের নেতৃত্বে রফিক শফিকেরা
ভাষার জন্য দিয়ে গেল প্রাণ,
সেই প্রাণ গুলোর বিনিময়ে রক্ষা হলো,
মায়ের ভাষার মান।

শহীদের স্মরণে বাঙালি তৈরি করেছে
ইট পাথরের শহীদ মিনার,
পাকসেনারা তা ভেঙে দিয়ে প্রমাণ করছে
তারা শক্তিশালী কিলার।

শত আন্দোলন শত সংগ্রাম করে বাঙালির
বাংলা ভাষা পেল রাষ্ট্রভাষার মান,
পাকদের সব স্বপ্ন ভেঙে বাঙালি করেছে খান খান।

বাঙালির মুক্তির সনদ বা বাঁচার সনদ ছয় দফা,
মিথ্যা মামলা দিয়েেছে জাতির জনকের নাম রফাদফা।

রচনাকালঃ
২৬/১১/২০২০

মন্তব্য করুন