Skip to content

তুমি

তোমার চুলে গল্প বলার ঘ্রাণ
সংশয়ে ছোট গল্প বলার সমান।
ঠোঁটে আছে কবিতার শেষ লাইন
হাতে ধরা ফুলে,
একটি জোছনা রাত্রি ওঠে
আমাদের সভ্যতা বিকাশে।
একটি নক্ষত্রও উঠবে না ফুটে

তোমার না ঘুমানো চোখে পাখিদের প্রাণ
ঘুম চোখে বেঘোর নেশার প্রমাণ।
আমি তোমার সম্মতিতে উপন্যাস শুরু করে দিই।
তোমার চুলের যত্ন নেয়ার সাথে,
ভালোবাসার গল্পগুলো
ছেপে দিও দুপুর স্নানে!
হাতে ধরা জোছনা রাত
তুলে দিও আমার হাতে।

মন্তব্য করুন