Skip to content

তুমি যে আমার – সাইফুল ইসলাম খান

অন্তত অন্তীম চোখে পারাবার পার হতে চাই
নিশীথ সূর্যের দেশে বেলাভূমির ওপারে হাত ধরতে চাই।
ভোরের কাক কিংবা শুন্য বক হয়ে
ধানের বুক চিরে তোমার মুখ দেখবো।
শহরের রাস্তায় কিংবা শুকনো ফুটপাতে
শৃগাল হয়ে তোমার চোখ খুঁজবো।
তুমি কি দিবে দেখা তখন?
নাকি পালিয়ে বেড়াবে!
কারন আমি জানি প্রতিবার প্রতিদিন
পুনশ্চ তুমি যে আমার।

মন্তব্য করুন