Skip to content

তুমি নেই – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

চারিদিকে শুরু হল গুলি,তোমরা সবে কোথায়
রক্ত বর্ণায় সব কিছু যায় ভেসে যায়।
ঊষার সূর্য দেখিনা আজ,আঁধারে ভরা পৃথিবী
তুমি চলে গেলো তাই ভাবি
কত স্বপ্ন নিয়ে বেঁধেছিলে ঘর
সবাই তোমার আপনের আপন
সারা জীবন যাদের ভালবাসলে,তারাই হয়ে গেল,তোমার পর,
এমন মানুষ আর হবেনা বিশ্ব ভুবনে
দেশের বোঝা নিয়েছিলে কাঁধে
ভালবাসার কি ইতিহাস গড়লো তুমি
সবার আন্তরে রহিয়াছো মিশো
কি অভিমান, ছিলে মনে,আমাদের ছেড়ে
বিদায় নিলে চিরেতরে
আমারদের জন্য করে দিলে মুক্ত স্বাধীনদেশ
তুমি হারিয়ে গেল কালের স্রেতে
সে শোকে আমরা হয়ে যাই দিশোহরা!!!
তোমায় খুজি,স্বপ্নঘোরে,
অসবেনা আর ফিরে,তোমায় ছাড়া,এদেশ এখন,
দুঃখের বাণে ভাসে
কঁচিকাঁচা ছোট ছেলে সেও গেল চলে
শত্রুর হাতে মরলে,সহপরিবারে
মিটলো না তোমার স্বাধ,রয়ে গেলে ছবি হয়ে
দেয়ালে দেখি কাঠের ফ্রেমে,

গরিব দুঃখীর দুঃখের কথা ভেবে
তাদের দুঃখ তোমার বিধতো বুকে
ঘরহীন মানুষদের গড়ে দিলে ঘর
সাথীহারা লোকদের বুঝালো শান্তনা দিয়ে
কত মুজিব সৈনিক আজ দেখি,শুধু তুমি নেই
সেকথা বেদনার নীল রঙে ঝরে শুধু আঁখি
তুমি নেই কত দুঃখ আমার,মনের কুঠিরে
তুমি ছাড়া কেবা ভালবাসে দেশের মানুষ কে?
তোমার রক্ত রঞ্জিত ভিটামাটি ঘর
এখানো কাঁদে নিরবে নিশিতে।

মন্তব্য করুন