Skip to content

তুমি কিছু চেয়েছো বলে- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রিয়তমা, তোমার লাবণ্য মুখখানি বজ্র বিজলীর মতো
যখন পৃথিবীর বুকে আমি একা পথ ভুলে যাই
বজ্র আলোয় খুঁজে নেই তোমার হাত দু’টো
সুদূর দিগন্তে সোনা হীরে মুক্তা আছে বলে
কতই না অক্লান্ত ছুটেছি-
অথচ তোমার কিরণে এ হৃদয় বড়ো উজ্জ্বল।

তোমার মুখের দিকে তাকালে- আমি দেখি,
শুধু দেখি সেই ভয়ানক রাত্রির পূর্ণি আলো-
ভরে যায় সব শূন্যতা, সরে যায় বিরহের সব কোলাহল
শিহরণের উপকণ্ঠে উড়ে আসে সুরেলা কোকিল
বসন্তের ডালে ডালে ফুটে ফুল
প্রিয়তমা, সে সৌরভ করেছি অনুভব।

অনেক গোধূলী বেলা তোমাকে দেখেছি আমি
বজ্র আলোয় যুদ্ধের দূর্গে–
তুমি কিছু চেয়েছো বলে– এতো সুন্দর পৃথিবী!
বিজয়ের শক্তির মতো মনে হয়
তোমার স্পর্গুচেলো—হৃদয়ের তীরে এসে নোঙ্গর করে
এতোকাল ভলোবেসেছিলে- থাকবে তো শ্বাশ্বতকাল পরে?
——২৪-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য করুন