Skip to content

তুমি এসো, জ্বালাবো মনে প্রেমের আগুন – সাকিব জামাল

দেখে নিও, ক’দিন পরেই ফুটবে পলাশ-কৃষ্ণচুড়া, আসবে লাল ফাগুন ।
তিন সত্যি! আমি জ্বালাবোই- সেই ক্ষণে তোমার মনে প্রেমের আগুন ।

সে রণে কবি’র সনে ফাগুনে দ্বিগুন হবে তরুন !
ছিনিয়ে আনবেই তারা সুখ ময়ূখের স্বপ্ন অরুণ !

সে প্রেমের আগুনে পুড়ে যাবে –
মিথ্যার সব বেসাতি ।
সে প্রেমের আগুনে পুড়ে যাবে –
দানবের বুকের ছাতি ।
সে প্রেমের আগুনে পুড়ে যাবে –
শোষক জোঁকের দল ।
সে প্রেমের আগুনে পুড়ে যাবে –
অপরাধ ঢাকার ছল ।
সে প্রেমের আগুনে পুড়ে যাবে –
অসমতার নীতিমালা ।
সে প্রেমের আগুনে পুড়ে যাবে –
দু:স্বপ্ন-দু:খের পালা ।

পলাশ-কৃষ্ণচুড়া রাঙা প্রেমের রঙে – জাগাবো সবাইকে দ্রোহের বাণী মুখে,
এ পৃথিবীটা মানবেরই তরে, প্রাণী থেকে মানুষ হও মানুষ! থাকি সবাই মিলে সুখে ।

কি বলো ! সমতার রণভুমে আসবেতো তুমি ?
দেবো ভালোবেসে প্রিয় দ্রোহের ললাটখানি চুমি !

তবেই ভুলে যাবে, ‘এ জগতে কেউ কারও নয়’ – এ কথা যে শিখালোতোমায় !
বরং, ‘মানুষের জন্য মানুষ’- গাইবে এ গান আমার ফাগুনে প্রেমের দোলায় ।

বাজবে জয়ধ্বনি, জাগবে বাকি তরুনেরাও ধরার বুকে হেসে,
এ পৃথিবীতে কেবলই মানবতার জয়, বলবে – মানুষে মানুষ ভালোবেসে ।

তিন সত্যি ! আসবেই সে ক্ষণ, আসবেই ফাগুন !
তুমি এসো, জ্বালাবো মনে প্রেমের আগুন !

মন্তব্য করুন