Skip to content

তাচ্ছিল্য

আমার কোনো কথা বলার মতো নারী নেই বলে
এত তাচ্ছিল্য করো না আমায় জুনের রাতের বৃষ্টি।
আমার কোনো টাকা নেই বলে, বিত্ত নেই বলে
এত তাচ্ছিল্য করো না ক্রাশ খাওয়া নারী।
আমার কোনো ভালো চাকরি নেই বলে
এত তাচ্ছিল্য করো না বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন।
আমার কোনো ভালো পোশাক নেই বলে
তাচ্ছিল্য করো না কোনো পার্টি, গেট টুগেদার।
আমার দেখানোর মতো কোনো দক্ষতা কিংবা গুণ নেই-
তোমাদের মতো গিটার পারি না বলে তাচ্ছিল্য করো না
তোমাদের মতো টাকা নেই বলে তাচ্ছিল্য করো না
শুদ্ধ ইংরেজিতে কথা বলতে পারি না বলে তাচ্ছিল্য করো না
তোমাদের মতো হেয়ারকাট দিতে পারি না বলে তাচ্ছিল্য করো না।
তাচ্ছিল্য করো না পিতা একটি লুঙ্গি কিনে দিতে পারি না বলে
তাচ্ছিল্য করো না সমাজ কোনো অনুষ্ঠানে উপহার দিতে পারি না বলে
তাচ্ছিল্য করো না বড় ভাই এই আমি বেকার বলে
তাচ্ছিল্য করো না বাসের হেল্পার টাকা কম দিই বলে
তাচ্ছিল্য করো না জুতোর দোকান চলে যাই বলে
তাচ্ছিল্য করো না নীল জ্যাকেট কেনার সামর্থ্য নেই বলে
তাচ্ছিল্য করো না বাড়িওয়ালা এ মাসের ভাড়া বাকি বলে
তাচ্ছিল্য করো না হোটেলওয়ালা বাকি খাই বলে
তাচ্ছিল্য করো না রিকশাওয়ালা বকশিশ দিতে পারি না বলে।
কেন এত তাচ্ছিল্য করো আমায় মে মাসের চাঁদ?
কেন এত তাচ্ছিল্য করো আমার চারপাশ?
কেন এত তাচ্ছিল্য করো দামি মোবাইল নেই বলে?
কেন এত তাচ্ছিল্য করো ইংরেজি গান শুনি না
বলে?
কেন এত তাচ্ছিল্য করো সারাদিন কোথাও যাই না বলে?
কেন এত তাচ্ছিল্য করো ভিডিও এডিটিং পারি না বলে?
মানুষ বলেই কি আমাকে এত তাচ্ছিল্য সহ্য করতে হয়?
তোমরা কি আমাকে মৃত্যুর দিকে ঠেলে দাও না?
আমার কি আমার মতো বাঁচতে ইচ্ছে করে না?
আমাকে কি একটুও শান্তিতে থাকতে দেবে না চারপাশ?

মন্তব্য করুন