Skip to content

তবুও স্বপ্ন দেখি

কবিতা: তবুও স্বপ্ন দেখি

লেখা: Orpita oyshorjo

আর কত এভাবে থাকবো, সবগুলো চাওয়া পাওয়া রেখে হয়ে যাব নিঃস্ব ।
কেনইবা লাগে পৃথিবীটা আজ শূন্য
আজ যেন মিথ্যে সব আশা ,
সবার ভিড়ে দিন শেষ আমি একা
কষ্ট গুলো আজ যত্নে লালন করছি
জীবনের হিসেবে আজ ইতি টানছি
কত রাত জেগে থেকে, স্মৃতির কাতারে ভেসে
বেঁচে আছি আমি খুব কষ্টে
সুখ দিলোনা ধরা ,
জীবন কখনো ভাঙা কখনো বা গড়া
হারিয়েছি যাদের তাদের পাবো কি?
সাজানো জীবন শুধু রং বদলায়
অন্যের জীবনীটাও আজ বুঝা দ্বায়
আজ আমি অসহায়, বেঁচে আছি খোদার কৃপায় ।
আর কত সইতে হবে সব ,কষ্টে ফেলে সবাই দিচ্ছে ডুব।
কষ্টরা আজ মনে ভীর করেছে
আমার সেই ছোট্ট নীড়ে
কি যেন একটা কষ্ট
যেন এটা হারানোর কষ্ট ।
ক্লান্ত শরীরে ভাবছি বসে
আর পারিনা যন্ত্রণা সইতে ।
সব স্বপ্ন আশাই আজ যেন মিথ্যে
প্রিয় মানুষগুলোর ছবি,
আঁকছে যেন অচেনা এক কবি।
যখন হয়ে পড়বো ক্লান্ত ভীষণ
হয়তো চলে যাব অকারণ ।
আর লিখব না তখন কবিতা
হবো না আর দস্যিপনা
সবাই কাঁদবে অভিমানে
চাইলেও আর ফিরবো না একান্ত কোন প্রহরে ।

মন্তব্য করুন