Skip to content

ডেকেই দেখ

ডেকেই দেখ নামটি ধরে
জাগব আমি _ প্রপাত হয়ে
উছাস হয়ে,
রাঙিয়ে নেব আলতা রংয়ে
কাজল তোমার লাগবে ভালো
হালকা গ্লস আর
চেরী ব্লজম্, শৌখিনতার সেরা ডিও_
ডালহৌসি না চিনার পার্ক
হাঁটব উদোম উষ্ণ হাত,সুযোগ পেলেই
চুমুর জোয়ার, মোট্টেও না চুমু
আমার ভিষণ প্রিয়
চুল দোলাব,ঘাড় দোলাব, লোক দেখাব
প্রেম যে কেমন _
খুনসুটিটা এট্টু আট্টু চলবে যেমন
যখন তেমন, গাইব সুখে
নাচব তেমন যখন তুমি প্রেমিক উদোম
ডেকেই দেখ নামটি ধরে
লুটিয়ে আঁচল পথটি জুড়ে
স্রোতের মাতন,নদীর বুকে একরাশি ঢেউ
প্রেমের সুখে __
কি রং শাড়ি বলবে চুপে ঝুমকোতে কোন্
গলায় কিসের হার না মালা
কাঁকনটি ত’ তোমার মিনেই হরেক পাথর
খোদাই করা __
কোন রংয়া টিপ তোমার হঠাৎ
ইচ্ছেগুলোর বেজায় পাড়ি
সইছে না আর তোমায় ছাড়া বড্ড ফাঁকা
এঘর সেঘর __
ডেকেই দেখ সুযোগ করে
এই রেখেছি সবটা তোমার, কান মলেছি
নাক মলেছি,সত্যি বলছি
তোমার নামেই জীবন মরণ
সহস্র লয় এ নি:স্ব বুকে !

মন্তব্য করুন