Skip to content

ডায়েরী – কবি মকিজ রেজা

  • by

ডায়েরী-০৪_____________________________________
বিন্দু বিন্দু গোখরা বিষের মতো কিংবা তুষের
জ্বলন্ত আগুনের মত দহনে জ্বলে হ্নদয় পুড়ে বেঁধে ছিলাম স্বপ্নের নীড়,
ভালবাসার অকাল মৃত্যু জানে কোন প্রেমিক পুরুষ
এই তো সেদিন দেখা হয়ে ছিলে তোমার সাথে রক্ত মেঘের কাছাকাছি,
তোমাকে সেদিন বলা হয়নি,তোমার জন্য আমি সাজিয়েছি
নতুন বাসর,
বলার প্রস্তুতি ছিল না
আমারা ভেবেছিলাম এখনি নামবে ঢল
আসবে জোয়ার,ভেসে যাব সব
তবু ও থেমে নেই, গাইছে জয়গান
উড়ছে নিশান রক্ত মাখা কামিজ কিম্বা ওড়না
কত শখ করে কিনেছিলে সবুজ রঙের সেট
কখনো রোদে শুকাতে দিয়ে ছিলে,সৃর্যের দহনে জ্বলে
পাকা করেছে তার রং,আবার শত কালের বৃষ্টিতে ভিজে
ফোঁটা ফোঁটা ঝরেছে রক্ত মেঘের জল
কতদিন মায়ার বন্ধনে রেখেছিলে আলমারীর কাঁচের গ্লাসের ভিতর, তুলে পরম আদরে
উঠানের পাশে কৃষ্ণ চুড়ার শাখায় জলন্ত মেঘ ঝরে পড়ে
বৃষ্টি হয়ে,ভাসে রক্তের ঢেউ,
সেদিন সেই রাত আজও ভুলিনি,
আমার বুকে গুলি চালিয়ে,আমার লাশের উপর দিয়ে
তোমাকে ধরে ওরা কি নির্যাতনি না করেছিলে, আজও তা চোখে ভাসে,চৈত্রের জ্বলন্ত রবির মত
আজ এত কাল পরে,
আমাদের দেখা আবার মেঘের দেশ
দেশ জুড়ে বিদ্রোহ, তাই
শুধু রক্তই ঝরে।
আমার মনে স্বপ্নের বাসনা,জেগে উঠে,
আজ আসুক যতই বাঁধা,
থামবো না,মানবো না
মনের স্বাদ করিতে পুরণ করিব, আজ বিদ্রোহ
স্বধীনাতা তুমি কেথায়
ডাকিতেছি আজ আমি
এসে আমারে ধরা দাও
নইলে গঞ্জিকা মেরে টান,তোমার বৃক্ষ চিরে
করিবো আমি,আমার হ্নদয় দান।।
## মকিজ রেজা

মন্তব্য করুন