Skip to content

ঝর্ণা -পর্ব ১- আফসানা আক্তার আশা

প্রথম দেখাতেই প্রেমের বাতাস বইতে লাগলো কেমন জানি! ।
এ কেমন মেয়ে!বলতে বলতে ঘরে গেলাম।মায়ের মামাতো বোনের মেয়ে সে।আজ এসেছে আমাদের বাড়িতে । আমার প্রায় পাচঁ বছরের ছোট ও ।বাবা কিছু করে না,কোন রকম লেখাপড়া চলায় আমাদের।আর ওর বাবা ভালো একটা সরকারি চাকরি করে।

সেদিন যখন গেলাম ওদের বাড়ি , হঠাৎ ও চলে এলো আমার সামনে। আন্টিকে কি জানি বলে চলে গেল। কেবল ভার্সিটিতে চান্স পেয়েছি।পেয়েছি । প্রায় মনে পড়তো ওর কথা!পড়তে মন চাইতো না।শুধু চিন্তা আর চিন্তা ।

হঠাৎ ওর আপুর বিয়ে। প্রফেসরস্ কে দিয়ে।
আঙ্কেলের মনটা একটু খারাপ। সব পেলেও সরকারি চাকরি পেল না তারা।
তবে জামাই মাশাল্লাহ।
কিছু দিন পর আমার পরীক্ষা , আমি এখন মন দিয়ে পড়ছি।
বাবা অসুস্থ! আমি বাড়ি এলাম।মা অনেক খুশি হল আমাকে দেখে,বলল বাবা তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আমাদের।বাবা এগিয়ে এলেন, বললেন তোমার হোস্টেলে খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে না তো?
-না বাবা আমি ভালো আছি।
-বাবার ঠোঁটে মৃদু হাসি।🙂

এদিকে আমার লেখাপড়া চলতেই থাকল।লেখাপড়ার চাপে আর মনে পড়ল না তাকে।

মন্তব্য করুন