Skip to content

ঝড় বৃষ্টি- পবিত্র প্রসাদ গুহ

ধরণী দুলিলো আজি তীব্র ঝড় জলে
মুহুর্মুহু বজ্র ধ্বনি প্রচন্ড ঝলকে
কাঁপে বুক থর থর অশনি সংঘাতে
নীড় উড়ে পরে ধেয়ে শাখা হীন বৃক্ষে
ফেনিল দীঘি জল মাঠ ঘাট সব
কলরব ঘ্যাঙর ঘ্যাঙ ভেকের পুলক
সিক্ত তবু গাছ রাজি দাবদাহ শেষে
প্রাণ যেনো পাইলো ফিরিয়া তপ্ত দিবস ও সে
প্রলেপ জলের রাশি তাপে পোড়া পত্র
কি সুখে মাতিছে আজি খুশিতে টলোমলো
স্বস্তিতে জীবকুল্ আজি সিক্ত মন প্রাণ
কী দিন গেলো যে বাপু ঘর্ম ক্লান্ত বপু
শীতল বাতাস বহে ঝড় বৃষ্টি শেষে
বৈশাখী দাবদাহের এতে সাময়িক বিরতি।

মন্তব্য করুন