Skip to content

ঝটিকা সফরে মেঘ ~ তমাল দাশ

ঝটিকা সফরে এসেছে মেঘ, হৃদয়ে স্মৃতির রঙমিছিল
ঘরে ফিরে আসে ফেরারী মন, আহত ডানার শঙ্খচিল
যারা বহুদিন নিরুদ্দেশ, দূরে চলে গেছে অনেক কাল
খুঁজলে হয়তো পাবো তাদের, নিভে যাওয়া কিছু রঙমশাল

খুব পুরনো খাতার ভাঁজ, স্বরলিপিদের চিরনিবাস
মেঘলা সফরে আজকে ফের, গানে গানে তারা নিচ্ছে শ্বাস
ঝুল বারান্দা খবর পায়, কোথাও একটা ভিজছে মন
কার্নিশে এলো জলের খাম, হাওয়ায় খুশির আন্দোলন

এ ভরা বাদরে মহানগর, খোঁপায় বেঁধেছে বকুল ফুল
সাবধানী হওয়া কঠিন খুব, পদে পদে হবে অনেক ভুল
চেনা বাস স্টপে ভিজছে কেউ, স্কুল থেকে ফেরে নীল শাড়ি
এই বরিষণে সবাই চায়, ভালোবাসা হোক ঘর বাড়ি

আলি আকবরে ডুবেছে দিন, মিঞা মল্লারে অন্ধকার
একে একে খুলে যাচ্ছে ঠিক, ভিতরে ভিতরে বন্ধ দ্বার
বহুদিন পরে ঘন দুর্যোগ, শুদ্ধ নিষাদে ফিরছে কেউ
বাজে মুঠোফোনে চেনা রিংটোন, পঞ্চমে এসে লাগছে ঢেউ

নোনা ধরা মুখ বাঁচতে চায়, ভিজে সার্সিতে করে আপিল
এখনও মরেনি উপোসী চোখ, দেখতে চাইছে গোপন তিল
কারা ভালোবাসা হারিয়ে ফের, আরও একবার ফিরতে চায়
না বলা কথারা করেছে ভিড়, বৃষ্টিতে ঝুল বারান্দায়

মন্তব্য করুন