Skip to content

জীবিকার অন্বেষণে – উত্তম চক্রবর্তী

মাধবিলতারা বটবৃক্ষতেই সখ্যতা পেতেছে,
সখ্যতা পেতেছে জীবনে বেঁচে থাকার
অবলম্বনে এই বৃক্ষরাজের বড়ো
প্রয়োজন জীবিকার অন্বেষণে।

পৃথিবী নতুন উদ্ভাবনে মাতোয়ারা,
নতুনকে আশ্রয়ে বদ্ধপরিকর এই ধরণি।
মাঝেমাঝে প্রতিযোগী হয়ে
উঠতে সবাই চাই।

ভালোবাসা সবসময় পারে না
সম্পদ ও মায়া-মমতা ধরে রাখতে,
সাম্যতা রক্ষায় ন্যস্ত পুরো জগৎ।

কতোকাল পর ভালোবাসা
ঝরে পড়ে তার অভিনব
পদ্ধতির কাছে।

শেষ কান্নায় বিদায় হয়
মালিকের কর্মচারী…
বৃক্ষরাজ ও এখন মাধবিলতাকে
শুধুই আগাছা মিনে করে…

তাং – ৩০/৭/১৮

মন্তব্য করুন