Skip to content

জীবন সংসার

চোখে আমার রঙিন স্বপ্ন
সাজাবো কেমন করিয়া
সুখ দুঃখের জীবন সংসার
কাটবে কেমন করিয়া।
জগৎ সংসার ভীষণ কঠিন
সুখ দুঃখের চক্র যেমন
পালাক্রমে দেয় ধাওয়া।
সংসার হল সমরাঙ্গন
জীবন মৃত্যুর সন্ধিক্ষণ
সমর যেমন ধ্বংস করে
অসুর দস্যু হায়েনা।
সংসার হায়েনার কবল থেকে
বাঁচতে আমি চাই।
চোখে আমার রঙিন স্বপ্ন
সাজাবো কেমন করিয়া
দেশ বিদেশের অজানা সব
জানাব কেমন করিয়া।
সংসার যে বড় বাঁধা আমার ভ্রমণ
মুক্ত হয়ে আমি যে জানাব রে।

রচনাকালঃ
১০/১১/২০১৮

মন্তব্য করুন