Skip to content

জীবন এক রঙ্গমঞ্চ

এক ফালি চাঁদ আকাশের এক কোণে,
আশা গুলো নানান রঙে স্বপ্ন শুধু বোনে !
স্নিগ্ধ আলোয় ভুবন ভরা জোনাকির মিটিমিটি,
স্মৃতিই যে আনে বারবার জীবনের অনুভূতী।
জীবন তরী বাইছে খেয়া হাঁক ছাড়ে ওই পারে
নীরব রাতের হীরের হাসি উছলায় সাগরে!
ভাবনার ঘরে কুড়োনো স্বপ্ন ভোরের শুকতারা,
কালের নিয়মে ডুববে তরী রইবে পড়ে খেয়া!
রঙ্গমঞ্চে আলো-আধাঁরে অভিনয়ের শেষ পংতি,
বন্দি ফ্রেমে ললাটে চন্দনে বেঁচে থাকে শুধু স্মৃতি!

মন্তব্য করুন