Skip to content

জন্মদিন। কামরুল হেলাল।

এই কোমল অঘ্রা‌ণে আমার পড়শী পাহাড় ‌
তোমার সবুজ শা‌ড়ির রং মে‌খে গ‌া‌য়ে,
ইশারায় কা‌ছে ডে‌কে‌ছিল আজ,

খুব ভা‌লো লাগার এক হৈম‌ন্তিক সকাল যে ছিল ;

নবা‌ন্নের এই প্রার‌ম্ভি‌কে
খুব ভো‌রের মৃদু কুয়াশার শীতালী হেম‌ন্তে
দূূর বি‌লের যত স্বর্ণধান-তৃণদেহ
এতটুকু হাওয়ায় —
‌তোমার নিত‌ম্ব-ক‌টি‌দে‌শের বাঁ‌কের ম‌তো হ‌য়ে উঠে দোদুল,
আজ তারাও ডে‌কে‌ছিল;

খুব ভা‌লো লাগার এক হৈম‌ন্তিক সকাল যে ছিল আজ।

আ‌রো দূরের পেঁ‌জোতু‌লো-হৈমন্তীআকাশ
আমা‌দের ‌নিশিতে তোমার প্রগাঢ় গভীর শ্বা‌সের ম‌তো–
এই প্রভাতী হু হু বাতা‌সে,
‌কী এক মাদকতায় আমা‌কে ডে‌কে‌ছিল বারবার;

প্র‌তিবারই ব‌লে‌ছি আজ নয়–
আজ যা‌বো না কোথাও;

আজ যে তোমার জন্ম‌দিন ।।

মন্তব্য করুন