Skip to content

জনম জনম – ভোলাদা

জনম জনম পাই যেন মা
তুমহার কোলে ঠাঁই
লাল মাটিতে চির সবুজ
সোনার এ বাংলায়।
বাংলা হামার মা
মায়ের নাইরে তুলনা…

জনম জনম পাই যেন মা
ডুলুং কাঁসাই
শাল মহুয়া কেন্দু পলাশ
সোনাঝুরির ছায়
সোনার ফসল ফলে যেন
হামার সবুজ গাঁয়।

জনম জনম দিস মাগো গান
বুকেতে ভরায়
মনের কথা বইলব হামি
ঝুমুর বাহায়
ধিড়িক ধিতাং নাইচবো হামি
মাদল ধামসায়।

মন্তব্য করুন