Skip to content

জঞ্জাল – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

হিমেল হিংসা ছেঁকে নিয়ে এসো
পুরানো যত মিছে জঞ্জাল
ব্যঙ্গ-চিত্র বিদ্রূপ-বিকৃত আর ফ্যান
ঘৃণা করি,টুকরো টুকরো পৃথিবী
দিশাহারা ক্লান্ত চোখে অগ্নিরেখা দেখি
মানব সভ্যতা আর সবুজ সুদূর প্রান্তর।

কত ক্ষুধার ক্লান্তি,কত দীর্ঘশ্বাস
শূন্যতা আমাকে করে মাতাল
হে প্রেমের দেবতা,প্রেমের মুক্তি দাও।

অপূণতায় হাত বাড়িয়ে দিলাম
পোড়া কপালের ক্যানভাসে
বিষাদের চেয়ে বিশাল বিস্তৃতি
দুই ঠোঁটে পাবো অমৃতের স্বাদ
বৃথায় জীবন চিন্তায় চঞ্চল।

মন্তব্য করুন