Skip to content

ছড়া – মোহাম্মদ মকিজুর রহমান

  • by

ধোনচে গাছে নুপুর বাজে
আমার গাঁয়ের পথে,
টুনটুনিরা ফুলের বনে
নাচে তালে তালে।

সাঁঝের বেলা জোনাক জ্বলে
ডালিম গাছের তলে,
চাঁদের আলো দপদপিয়ে
পৃথিবীতে আসে।

আকাশ জুড়ে তারার হাসি
নীল জ্যোৎস্নার খেলা,
সাদা মেঘের ভেলায় ভেসে
দেখি পরির মেলা।

এক একা রাত্রি জেগে
ছন্দ ছড়া লিখি,
সকাল বেলা পাখির ডাকে
ঘুমের থেকে জাগি।

মন্তব্য করুন