Skip to content

ছড়ার ছড়া – প্রতিভা দে

ছড়ায় যখন ছড়াছড়ি
তখন আমি কি করি।
গাছের ছড়া,কচুর ছড়া
কলার ছড়া,
সব দিয়ে ছড়া করি,
মাছের ডিমের ছড়া
তেমনি আরো কতো ছড়া,
কবিতার ছড়ায়
আছে মজা,
পড়তে পড়তে চোখ ছানাবড়া করা,
ছড়ায় ছড়ায় পাঁকা কলা
গাছে হয়ে থাকে এমন ফলা,
গাছটা নুয়ে শুয়ে পড়া,।

মন্তব্য করুন