Skip to content

ছেড়েই যখন যাবে

ছেড়েই যখন যাবে
কালবৈশাখীর মতো একেবারে ভেঙেচুরে দুমড়ে দিয়ে যেও।
নইলে আবার বুকের গভীরে মাথা চাড়া দিয়ে উঠবে নুইয়ে পড়া স্বপ্নরা।
যাবার বেলা ফেলে যেও না কোনো সহানুভূতির দীর্ঘশ্বাস
নইলে অপেক্ষা নামক দোদুল্যমান নৌকায় ভাসবে জীবন।
আমি চাই ঝড় শেষে আমারও একটা নিশ্চিত ভেঙে যাওয়ার গল্প থাকুক, থাকুক নতুন করে ঘর বাঁধার হাতছানি।
জল নয়, বরং তোমার চোখের আগুন দিও
আমি ফিনিক্সের মতো পুড়ে ছাই হয়ে যেতে চাই নবজন্মের দগ্ধসুখের উন্মাদনায়।
ছেড়েই যখন যাবে
মৃত্যুর মতো বিস্মৃত করে যেও
আমায় দিয়ে যেও না জাতিষ্মরের অভিশাপ।
না কোনো কৈফিয়ত নয়, শুধু রেখে যেও ঘৃণার বিদায় মালা আর অভিযোগের তীব্র চাহনি।
ছেড়েই যখন যাবে
এক প্রকান্ড তান্ডবে শুষে নিয়ে যেও এ হৃদয়ে যত আছে প্রেম
আমাকেও শিখিয়ে দিয়ে যেও কিভাবে ছেড়ে যেতে হয়।
ছেড়েই যখন যাবে
আমাকে দিয়ে যেও সেই কাঙ্খিত সঞ্জীবনী
যা ক্ষতের গভীর থেকে নিংড়ে নেবে লুকিয়ে রাখা মায়ার শেষ ভগ্নাংশটুকু
নইলে আমার বুকে গোলাপ ফুটবে কি করে বলো?
আমারও তো বসন্ত ভালো লাগে।

মন্তব্য করুন