Skip to content

ছলনার প্রেয

ছলনার প্রেম
****প্রতিভা দে।২/৩/২০২০//

হাড়িতে ছিলনা জল
বাড়িতে ছিলনা চাউল,
আগুন দিতে ঊনানে
ফাগুন এলো ছেড়া কাঁথাতে।
সঙ্গী মালা গাঁথে পলাশ ফুলে
সাথীর হাতে বাঁশের বাঁশি
বাঁজছে নিরবে।
বনে ঘোরে হরীণ হরিনীর
খোঁজে।
ময়ূর নাচে বনে পেখমের
রং ছেড়ে,
সে যে প্রকৃতির পরিবেশে
দিয়ে যায় নেড়ে।
ভালোবাসার ঘরে শূন্য হৃদয়ে প্রেম ছলনা করে।🏌️🏌️🏌️

মন্তব্য করুন