Skip to content

ছবির মতো মানুষ

বেলাভূমির প্রাঙ্গনে বসে তুমি, আঁকছ চাঁদের পাহাড়,
সেই পাহাড়ে বসে আছি আমি, তোমারই অপেক্ষায়,
তখন তুমি আমায় নিয়ে, আঁকলে নতুন ছবি,
সেই ছবিতে বসে আছি,শুধু তুমি আর আমি।
তবে কি তুমি আঁকতে পারিবে, স্বপ্নময় সেই রাত
যেথায়, ছিলে না তুমি, ছিল না ওই চাঁদ
ছিল না কোন প্রহার, ছিল না জড়তা
নিস্তবতার মাঝে আছে দাড়িয়ে,
একজন সুখী মানুষ
তবুও কেন তাহার মাঝে , দেখিতে পাই না কোন সুখ।
নাই বা যদি পার তুমি আঁকিতে এমন মানুষ
তবে তুমি ও আমার কাছে
ছবির মতোই মানুষ।

1 thought on “ছবির মতো মানুষ”

মন্তব্য করুন