Skip to content

চিঠি – কবি মোহাম্মাদ মকিজুর রহমান

  • by

ভালবাসার রঙ্গিন চিঠি
স্বপ্ন দিয়ে লেখা,
চিঠি খানা বেশ পুরানো
হয়ত চিঠি বায়ান্নরি হবে।

চিঠির ভাষা,চিঠির কথা
বড় মধুর মিষ্টি,
মায়ের কাছে লিখা চিঠি
নানা রকম দাবী।

রক্তে ভেজা হলুদ খামে
চিঠি খানা ভরা,
পোষ্ট হল চিঠি খানা
স্বপ্ন গেল ঝরে।

তখন ছিলে মাতৃভাষার
আঁধার ঘেরা দিন,
আলোর মিছিল চারিদিকে
চলছে শহর জুড়ে।

লাগলো বুকে একটা গুলি,
জীবন গেল উড়ে।
মনের স্বপ্ন, রইলো মনে
চিঠি ভাজে ভাজে।

এমনি চিঠি কেউ লেখেনা
মাতৃভাষার ডাকে,
আসবেনা আর চিঠির ভাষা
সেদিন গেছে মরে।

মন্তব্য করুন