Skip to content

চারের এক একের অগণিত – রীনা তালুকদার

একে চার পর্যন্ত অনুমতি আছে
চারের অধিক বিধি বিহীন
কাগজে কলমে চারের অধিক নেই
কারখানায় স্বত:সিদ্ধ
সামনে তেতুল জিবে জল
মাটির নীচে হুর পুরস্কার হুর…রে
একের একের ভেতর সীমানা প্রাচীর
ফাঁক আছে; বলা নেই এক না অধিক
এক ধরে জীবনপাত মূর্খামী
মনের সীমানায় যার ছবি দেখা যায়
যাও ততোদূর ভয় নেই যেনো
চারের হুর মিললে
একের একে সত্তর মিলতেও পারে
আশায় বসতি বানানো
নয়তো কিছু দোষের
চামড়া পঁচে মাটির রক্ত রসে
জৈব সারের বলে বলীয়ান মৃত্তিকার বুক
চারের এক হলে জোড়ায় জোড়া
একের অগণিত মাটি দিয়ে মাটি গড়া।

মন্তব্য করুন