Skip to content

চাওয়া

চাওয়া
হাকিকুর রহমান

সহস্রাব্দ কেটে যায়,
পদ্মায় কত জল গড়ায়,
হিসেবটাকি রাখে কেউ-
ক্ষণজন্মা এই জীবনে,
ভরা তো উত্থান আর পতনে,
বহে শুধু বেদনার ঢেউ।।

কালের সন্ধিক্ষণে আছি দাঁড়ায়ে,
অভিলাষী আশাতে দু’বাহু বাড়ায়ে।
সকলই তো ভর করে গতিহীনতায়-
হারায়ে গিয়েছে সকল অভিভাষণ,
বিলীন হয়েছে সকল প্রতিফলন,
হৃদয়ই কহিতে পারিবে, সে কাহারে চায়।

নীরবে ঘুরিয়া ফিরি,
সমুখে হেরি ধবলগিরি,
চিনিতে পারিবোকি তাহা-
সময় বহিয়া যায়,
বিলয়ের পানে চায়,
হারায়ে খুঁজিতেছি যাহা।।

মন্তব্য করুন