Skip to content

চাঁদের কলি/মাহামুদুল হাসান

অন্ধ পোকার বন্ধ দুয়ার কে রেখেছ ঘিরে
কোন মেয়েটি শালিক পোষে বুনো হাঁসের ভিড়ে?

সেই নদীটি ভীষণ একা বিষের মতো কালো
বুকের ভেতর শিষের প্রদীপ যত্ন করে ঢালো

চোখের কোনে পুড়ছে আগুন নষ্ট রাতের দু:খে
ঘর পোড়ানি,দর কুড়ানি থাকবে কত সুখে!

একটি ছেলে গোপন ঘরে বিঁধে ছিল আশা
যত্ন করে বুনে ছিল অবুঝ শখের বাসা

মন্ডা মিঠাই ডুব সাঁতারে নিল চাঁদের কলি
সেই থেকে আজ নদীর সাথে চোখের জোড়াতালি

হাটের কাছে ঘাটের কাছে ফুলের চালাচালি
কলঙ্কে তার শরীর জ্বালায় নগর চোরাবালি।

মন্তব্য করুন