Skip to content

চল লাইচব দুজনে

।। চল লাইচব দুজনে ।।
– অভিজিৎ ভূঁইয়া

চল পিয়ালী হামার সাঁইথ্যে
ই ফাগুনের চাঁদনী রাইতে
শাল-মহুলের বনে যাব্
লাইচব দুজনে ,
চল পিয়ালী হারাঁয় যাব
ভরা ফাগুনে ।।

মহুলমালা গলায় দিব
চুলের খোঁপায় শিমুল দিব
মেঘরাঙা রঙ কাজল দিব
সাইজব যতনে ।
চল পিয়ালী চাঁদনী রাইতে
লাইচব দুজনে ।।

চল পিয়ালী হামার সাঁইথ্যে
প্রেম পিরীতির এমনি রাইতে
রাঙ্গামাটির বনহে যাব –
লাইচতে দুজনে ,
চল পিয়ালী হামার সাঁইথ্যে
ইমন ফাগুনে ।।

গাইব ঝুমুর ,বাইজবে বাঁশি
ধামসা-মাদল সাঁইথে কাঁসি
চল সজনী একটু হাঁসি –
লাইচব দুজনে ।
চল রে সখী চাঁদের মায়ায়
বাইসব দুজনে ।।

চল পিয়ালী হামার সাঁইথ্যে
রাখরে তর হাত হামার হাইতে
কইরব পিরীত এমন রাইতে –
লাইচব দুজনে ।
চাঁদনী রাতের এমন মায়ায়
ভরা ফাগুনে ।।

যেমন লাইচে রাই আর কানহু
লাইচব রে তর সাঁইথ্যে ,
রঙ মাখাব তুহার গাইলে
আবীর দিব হাইতে ।
চল পিয়ালী লাইচবি রে তুই
এমন চাঁদনী রাইতে ।।

চল সজনী লাচবি রে তুই
চলরে হামার সাঁইথ্যে।
চল রে সখি মইন হারাতে
চলরে হামার সাঁইথ্যে ।।

-×-×-×-×-×-×-

১৯|০৪|২০২০
“নিখিল ভবন ”
বড় ডাবচা / পশ্চিম মেদিনীপুর

email id :- [email protected]

মন্তব্য করুন