Skip to content

চরিত্র

  • by

এখন উল্লাসে মেতেছে পতঙ্গেরা
ডানা মেলেছে অবধারিত মৃত্যুর জন্য
গ্রীষ্মের শুকনো গরম হাওয়া
উত্তপ্ত করেছে ওদের
উড়ন্ত ছায়া হয়ে পাক খাচ্ছে
কখনো ভাসছে ফানুসের মত
কিন্তু কেউ কাউকে চিনতে চাইছে না
সকলেই ব্যস্ত নিজেকে দেখাতে
যেন মৃত্যুর আগে সাধ পূরণ করছে
মুখোমুখি হলেই দুঠোঁটের ফাঁকে
ঝুলিয়ে দিচ্ছে এক টুকরো নির্লজ্জ হাসি
খুব ভালো আছে বোঝাতে।

অবশেষে সাজানো পাখনায় রোদ
মূর্ত করে দিল চরিত্র গুলো
আরও প্রগাঢ হল পারস্পরিক ভালবাসা
একে অপরকে ছাপিয়ে যাওয়ার জন্য ।

অপর্ণা বসু

মন্তব্য করুন