Skip to content

চতুরদশপদী- মল্লিকা রায়

এখন শুধুই ঋণে তা’ দেওয়া
ছানার জন্মোৎসব,মগডাল বুঝিয়েছে
উচ্চতা মানে বিস্ফারিত চোখ
আর স্বর্ণপত্রে পার্ণো উৎসব I

হাটবারে ঘর বসে নান্দনিক গৃহে
শখ্ করে কিনেছি হৃদয়
কখনো উল্কি আঁকে কখনো খদ্দের হয়ে যায় l

নিষিদ্ধ নয় সোনা ! এ যেন পার্থিব
এ ঘরে গ্রহণ ঢেকেছে
তুমি তাই খুব নৈসর্গিক !

এসব মিথ্যে নয় সত্যির মতো
চন্দ্রালোকে থাকে
তপস্বীর মত আরাধ্যিত, সামান্য
ছড়িয়ে ছিটিয়ে দিলে,সুরঙ্গমা আলো হয়ে যায় l

তিনআনায় জীবন বেঁচেছি
গ্রামের ঐ সংস্কার খাল্
মুখ চেয়ে
পরমা সাজিয়ে রাখে,দ্বি-প্রহর কাল্

3 thoughts on “চতুরদশপদী- মল্লিকা রায়”

মন্তব্য করুন