Skip to content

গড়া………ভাঙা – মল্লিকা রায়

গড়া………ভাঙা

বৈশাখে খাবি খাবো ; জৈষ্ঠ্যের ছেঁকা
ধূলা বালি ঝড় জল্ জীবনের ঠেকা ।
মেঘে মেঘে দ্বন্দটা গর্জাবে গরজে
মালতির ফাঁকা চাল্ ডরাবে তরাসে।

ছেঁটে দেবে ফুল ফল্ কঁচিদের প্রান্ত
ঝড় জলে ভাসাবে জীবন প্রাণান্ত ।
দেবতা-র বিদ্রূপী শান্তির জলে
প্রাণ প্রাণ বরদান আশির্ব্বাদ ছলে।

প্রেমিক খুঁজবে নেশা,বাবুদের কৃষ্টি
জুড়ে যাবে ব্যবধান যত অনাসৃষ্টি ।
কাগজ ভাসাবে তরী ছিপখান্ মাঝি
বাবুদের ব্যলকনি আড্ডার সাজি ।

প্রাণান্ত ঢেউগুলো নিঃসীম ভয়েতে
চেয়ে চেয়ে নিশ্চুপ ঝঞ্ঝা প্রলয়েতে।
বাবুরা খুঁজবে ওঁম্ প্রস্রবণ বুকেতে
দু;কদম ভেট পাবো উৎসব প্রাণেতে।

কিনব কোরমা ঠ্যং মাখনের প্রলেপে
বসব বাবুর পাশে অারামের দখলে
মসৃণ চটি জোড়া ছাপা শাড়ি, সায়া
মেলা ঘুরে ভুলব যে বন্যার মায়া ।

বৈশাখে লেখা হবে ঝুড়ি ঝুড়ি কাব্য
দু;কলম আমাদেরও লিখো ভবিতব্য ।
খানদানী সভা আর গান মজলিশে
বাবুরা ভুলবে মৌজ বর্ষা ইলিশে।

মালতি দ্যখনা চেয়ে আড়ালের তকমা
লঘু গুরু সন্ধির প্লাবন আচমকা ;
গর্জায় বজ্রের দাম্ভিক সঙ্ঘ
আরামটা ছিল ব্যাস্ দু ; দন্ড ধম্ম ।

আরামটা দামী খুব আরামের রসনা
বাবু বিবি ধম্মটা আড়ালেই থাকনা ।
সুখ সুখ মহাসুখ বাড়তির জোযনা
বিশ্বের পাতা ফাঁদ আমাদের ঘরানা।

……………………………………………………………….

মন্তব্য করুন