Skip to content

গোলাপের তোড়া

প্রিয়তমা, হয়তো এমনি কোনো করুণ বিকেলে,
আপিস থেকে আসতে দেরির অজুহাতে
তোমার হাতে শোভা পাবে আমার দেয়া গোলাপের তোড়া

হয়তো এমনি কোনো ক্লান্ত রাতে,
আমায় চুপ দেখে ঘুমিয়ে পড়বে তুমি ওপাশ ফিরে,
না খেয়েই,
যেন আমার সাথে সাথে তোমার ভাতের সাথেও আঁড়ি।

হয়তো পরদিন সকালে, তোমার শরীরে লেপ্টে থাকা লালশাড়ি খুঁজবে আমায়
হয়তো তুমি শাড়ির সাথে মনের অভিমানের তখন মিত্রতা পাতিয়ে দেবে।

তবে, তোমার স্পর্শের স্নিগ্ধতা যে আমার মিত্র তা তুমি অস্বীকার করবে কি করে?

প্রিয়তমা, জেনে রেখো
তোমার এলোচুলে বিনুনি কাটবার অধিকার শুধুই আমার আর
আমায় “আসার সময় লবণ আনতে ভুলনা” বলবার অধিকারও শুধুই তোমার।
এই অধিকার সংবিধানে খোদ বিধাতা ঠিক করে দিয়েছেন।
প্রয়োজনে তাকে ঘুষ দিয়েও এই আইন আমি পাশ করিয়ে নেবো জেনো।

প্রিয়তমা, খাতার কাগজ কাটলে দুটুকরো খাতা হয়,
হৃদয় কাটলে দুটুকরো হৃদয় হয়না!
তাই, কালি রয়ে যায় রক্তাক্ত অথচ বিত্তহীন
প্রিয়তমা, তোমার সাথে সাথে তোমায় নিয়ে সব স্বপ্নকেও শুভ জন্মদিন।

মন্তব্য করুন