Skip to content

গিন্নির সংস্কার – শহীদ উদ্দীন আহমেদ

প্রতিদিনই টুক্ টাক্ ঝঞ্ঝাট
লেগেই আছে সংসারে ,
ভোর বেলাতেই হৈ চৈ ঠাট্ বাট্
আমার গিন্নির ঝংকারে ।
গিন্নি আমার রাশভারী খুব
কথা বেশী কয়না ,
রাগলে পরে ধুম ধাম করে
ছিঁড়ে নকল গয়না ।
রান্না ঘরে ঢুকতে যাবো
গিন্নি বলে না না,
চা কফি আজ বারণ সবার
হয়নি চিনি আনা।
নাস্তাতে আজ হয়নি দেয়া
মামলেট
পিয়াজের ঝাঁঝ বেশী খাও তাই
অমলেট।
খানদানী বংশ তার
করে তাই অহংকার,
খরচাপাতি করার বেলা
নানা রকম সংস্কার ।

মন্তব্য করুন